টয়োটা গাড়ির দাম কত ২০২৪ - BazarMullo

টয়োটা গাড়ির দাম কত ২০২৪। সাধারণত গাড়ি গুলোর দাম নির্ধারণ করা হয় মডেল অনুযায়ী। টয়োটা ব্র্যান্ডটি বাংলাদেশের বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই পোস্টে আমরা জানবো টয়োটা গাড়ির দাম কত এবং টয়োটা গাড়ি গুলোর পারফরম্যান্স কেমন। টয়োটা গাড়ির দামের সাথে সাথে গাড়িগুলোর ডিটেইলস জানানোর চেষ্টা করব। (toyota chr price)

টয়োটা-গাড়ির-দাম-কত-২০২৩-bazarmullo

৬ লাখ থেকে ১৫ লাখের মধ্যে টয়োটার ভালো একটি গাড়ি পাওয়া যাবে। বর্তমান সময়ে কার বা গাড়ির চাহিদা অনেক বেড়েছে। টয়োটা ব্র্যান্ডটি কম টাকায় ভালো গাড়ির প্রোভাইড করে থাকে, যার কারণে এই গাড়ি গুলোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশ। টয়োটা গাড়ি গুলোর সার্ভিস এবং পারফরমেন্স অনেক ভাল।

টয়োটা গাড়ি সম্পর্কে ক্রেতাদের মাঝে বেশ কিছু প্রশ্ন মনে জাগে। এরমধ্যে সবচাইতে কমন প্রশ্ন হল টয়োটা গাড়ির দাম কত? চলুন গাড়ি গুলোর দাম এবং টয়োটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। 

টয়োটা গাড়ির দাম কত?

টয়োটা গাড়ি বাংলাদেশের বেশ জনপ্রিয়তা লাভ করেছে।  এর কারণ হিসেবে ধরা যায়,   টয়োটা গাড়ির  পারফরম্যান্স এবং কোয়ালিটি। বাংলাদেশে সাধারণত টয়োটা গাড়ির দাম ৫০০,০০০ থেকে শুরু হয়ে থাকে। যে ক্রেতারা বাজেট নিয়ে ভাবে তাদের জন্য এই টয়োটা গাড়ি গুলো অনেক ভালো। কম বাজেটের গাড়িগুলোতে এফআই ইঞ্জিন এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশন রয়েছে। 

টয়োটা রিজেনেবল প্রাইস এর গাড়িগুলোতে ২ দরজা এবং ৫ টি সিট রয়েছে। যার কারণে আপনি খুব ভালোভাবে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। ভিভিটিআই ইঞ্জিনের টয়োটা গাড়িগুলোর  দাম আসবে ১০ লক্ষ থেকে ১১ লক্ষ টাকা। এই গাড়িগুলো ইঞ্জিন আপনি যখন ইচ্ছা তখনই চেঞ্জ করতে পারবেন। সিভিটি ইঞ্জিন বেস উন্নত, এই ইঞ্জিনের গাড়ি গুলোর দাম সামান্য বেশি তবে তেল সাশ্রয় করে অনেক।

জনপ্রিয় টয়োটা মডেলগুলি কী?

টয়োটা একুয়া, এ গাড়িটি কোয়ালিটির অনেক ভাল। টয়োটা এক্সিও, কালার এবং ডিজাইন অনেক সুন্দর। টয়োটা করোল্লা এই গাড়িটি অনেক দেশে বেশ জনপ্রিয়, কারণ গাড়িটির ডিজাইন, কালার এবং পারফরমেন্স অনেক ভাল। টয়োটা প্রোবক্স, এ গাড়িটি প্রাইজ হিসাবে বেস্ট বলে মনে করি, সকল ধরনের আধুনিক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে গাড়িটিতে। 

টয়োটা কোম্পানির সকল গাড়িগুলো দাম হিসেবে অনেক ভালো কোয়ালিটি এবং আধুনিক যন্ত্রপাতি সহ ডিজাইন প্রোভাইড করে থাকে। যার ফলে টয়োটা সারা পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করে। টয়োটা ব্র্যান্ডের কম দামি গাড়ি গুলোর মধ্যে টয়োটা একুয়া, টয়োটা এক্সিও, টয়োটা করোল্লা এবং টয়োটা প্রোবক্স অনেক জনপ্রিয়। 

টয়োটা গাড়িঃ

টয়োটার যাত্রা শুরু হয় ১৯৩৪ সালে। জাপানে বেশ জনপ্রিয়তা লাভ করার পর এশিয়ার দেশ গুলোতেও রাজত্ব বিস্তার করে চলেছে টয়োটা। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন, জেনারেল মোটরস এবং ফোর্ডকে পেছনে ফেলার পর তারা লঞ্চ করে টয়োটা ‘করোনা গাড়িটি যেটি মানুষের নজর কেড়ে নেয়।

টয়োটা ‘করোনা মানুষের এত পছন্দ হয়েছিল যে মানুষের পছন্দ গুলোর মধ্যে একটি ছিল টয়োটা ‘করোনা কার। আর তখন থেকেই তাদের শুরু, পেছন ফিরে টয়োটাকে আর তাকাতে হয়নি। 

টয়োটা বেশি জনপ্রিয় কেন?

বিশ্বের ভালো গাড়ি গুলোর মধ্যে একটি হচ্ছে টয়োটা। রিজেনেবল প্রাইস এর মধ্যে ভালো গাড়ি কিনতে চাইলে চোখ বন্ধ করে টয়োটা গাড়ি কেনা যায়। এই গাড়িটি আধুনিক সকল ধরনের ফেসিলিটি এবং ফিউচার দিচ্ছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে টয়োটা বাংলাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, এর প্রধান কারণ হচ্ছে কম বাজেটের মধ্যে গাড়িটি অনেক ভালো  ফ্যাসিলিটি প্রোভাইড করছে।  টয়োটা গাড়ি গুলো স্ট্যান্ডার এবং দেখতে অনেক সুন্দর।

টয়োটা এমন কিছু গাড়ি বানিয়েছে যেগুলোর তেল খরচ অনেক কম। তেল সাশ্রয়ী হওয়ার কারণে গাড়িগুলো চাহিদা বাংলাদেশে অনেক বেশি। টয়োটার ইঞ্জিনগুলো অনেক ভালো হয়ে থাকে যার ফলে দীর্ঘ সময় সার্ভিস পাওয়া যায়। ইঞ্জিন ছাড়াও  অনেক কিছু রয়েছে একটি গাড়ির মধ্যে, যেগুলো সার্ভিস অনেক ভালো।

যেমন_ টায়ার, বডি, সিট পজিশন, ব্রেক সিস্টেম এই সবগুলো জিনিসের প্রতি লক্ষ্য রেখে টয়োটা গাড়ি বানিয়ে যাচ্ছে। মানুষের চাহিদা তারা বুঝতে পারে এসব কারণগুলোর কারণে সারা পৃথিবীতে টয়োটার বেশ জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে।

নতুন-পুরাতন বেশকিছু গাড়ির ডিটেলস এবং টয়োটা গাড়ির দাম কত চলুন জেনে নেওয়া যাক।

টয়োটা গাড়ির দাম কত ২০২৪ | Toyota Axio X - Price in Bangladesh 2024

  • মূল্য :- ৳ 2,150,000
  • মডেল :- Axio X
  • রিকন্ডিশন্ড
Axio X টয়োটা ব্র্যান্ডের একটি কার। এই গাড়িটি ২০১৭ সালের মডেল। গাড়িটির রং সিলভার কালারের যা দেখতে অনেক আকর্ষণীয়। এই গাড়িতে সিট পজিশন ৫টি। ফুয়েল সিস্টেম অকটেন, ইঞ্জিন ক্ষমতা 1500cc, Axio X ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা পিছন দিকটা দেখতে সাহায্য করে।

Toyota Corolla Cross Z Pearl টয়োটা গাড়ির দাম কত ২০২৪।
  • মূল্য :- ৳ 5,800,000
  • মডেল :- Corolla Cross Z
  • কন্ডিশন :- রিকন্ডিশন্ড
Corolla Cross Z টয়োটা ব্র্যান্ডের একটি কার। এই গাড়িটি ২০২১ সালের মডেল। গাড়িটির রং মুক্তা এবং ভেতরের রং কালো কালারের যা দেখতে অনেক আকর্ষণীয়। এই গাড়িতে সিট পজিশন ৫টি। ফুয়েল সিস্টেম অকটেন, ইঞ্জিন ক্ষমতা 1800cc, Corolla Cross Z ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা পিছন দিকটা দেখতে সাহায্য করে। Corolla Cross Z এই গাড়িটিতে ABS ব্রেক সিস্টেম রয়েছে।

টয়োটা গাড়ির দাম কত ২০২৪ | Toyota Fielder X Hybrid Price in Bangladesh

  • মূল্য :- ৳ 2,000,000
  • মডেল :- Fielder
  • কন্ডিশন :- রিকন্ডিশন্ড

ফিল্ডার টয়োটা ব্র্যান্ডের একটি কার। এই গাড়িটি ২০১৭ সালের মডেল। গাড়িটির রং সিলভার, এবং ভেতরের রং কালো কালারের যা দেখতে অনেক আকর্ষণীয়। এই গাড়িতে সিট পজিশন ৫টি। ফুয়েল সিস্টেম হাইব্রিড, ইঞ্জিন ক্ষমতা 11500cc, ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা পিছন দিকটা দেখতে সাহায্য করে।

Toyota C-HR টয়োটা গাড়ির দাম কত ২০২৪।

  • মূল্য :- ৳ 3,180,000
  • মডেল :- C-HR
  • কন্ডিশন :- রিকন্ডিশন্ড
C-HR টয়োটা ব্র্যান্ডের একটি কার। এই গাড়িটি ২০১৭ সালের মডেল। সি-এইচআর, গাড়িটির রং কালো, এবং ভেতরের রং কালো কালারের যা দেখতে অনেক আকর্ষণীয়। এই গাড়িতে সিট পজিশন ৫টি কাপড় এবং চামড়া দিয়ে বানানো হয়েছে। ফুয়েল সিস্টেম অকটেন এবং গ্যাস, ইঞ্জিন ক্ষমতা 1800cc, ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা পিছন দিকটা দেখতে সাহায্য করে। C-HR এই গাড়িটিতে ABS ব্রেক সিস্টেম রয়েছে।

টয়োটা গাড়ির দাম কত ২০২৪ | Toyota Voxy V Hybrid 2017 Price in Bangladesh - 2024

  • মূল্য :- ৳ 2,680,000
  • মডেল :- Voxy V
  • কন্ডিশন :- রিকন্ডিশন্ড

Voxy V টয়োটা ব্র্যান্ডের একটি কার। এই গাড়িটি ২০১৭ সালের মডেল। ভক্সি ভি, গাড়িটির রং সিলভার, এবং ভেতরের রং কালো কালারের যা দেখতে অনেক আকর্ষণীয়। এই গাড়িতে সিট পজিশন ৭ টি। ফুয়েল সিস্টেম পেট্রোল এবং ইলেকট্রিক, ইঞ্জিন ক্ষমতা 1800cc, ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা পিছন দিকটা দেখতে সাহায্য করে।

টয়োটা গাড়ির দাম কত ২০২৪ | Toyota Noah X Price in Bangladesh 2024

  • মূল্য :- ৳ 3,020,000
  • মডেল :- Noah X
  • কন্ডিশন :- রিকন্ডিশন্ড

Toyota Noah X ২০১৭ সালের মডেল। গাড়িতে একটি প্রজেকশন এলইডি হেডলাইট, ফগ লাইট, ডিভিডি, টিভি, NAVI, পাওয়ার ডোর লক, পাওয়ার উইন্ডো, ডিজিটাল মিটার, আইডলিং স্টপ, পাওয়ার স্টিয়ারিং এবং পাওয়ার মিরর রয়েছে। এই গাড়িতে একটি 1800cc ইঞ্জিনও রয়েছে।

Toyota Premio F-EX 2016 Pearl Color Price in Bangladesh

  • মূল্য :- ৳ 3,250,000
  • মডেল :- Premio F-EX
  • কন্ডিশন :- রিকন্ডিশন্ড
পুশ স্টার্ট/রিমোট কী/সেল্ফ অটো স্টার্টার/কী লেস এন্ট্রি সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, অটোমেটিক ট্রান্সমিশন, পাওয়ার উইন্ডো, এয়ার কন্ডিশন, অ্যান্টি-ব্রেক সিস্টেম, এলইডি প্রজেকশন এইচআইডি হেডলাইট, ফগ লাইট, কাঠের স্টিয়ারিং, কাঠের প্যানেল ফ্রেম, উইঙ্কার মিরর, বেইজ রঙের অভ্যন্তর, অর্ধেক চামড়ার বেইজ সিট, 60 এল ফুয়েল ট্যাঙ্ক, 1200 কেজি ওজন।

Toyota Noah G 2002 - টয়োটা গাড়ির দাম কত ২০২৪

  • মূল্য :- ৳ 2,710,000
  • মডেল :- Toyota Voxy
  • কন্ডিশন :- রিকন্ডিশন্ড
টয়োটা নোয়া গাড়ির 2000 সিসি ইঞ্জিন ক্ষমতা, 2002 মডেল ইয়ার, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, এয়ারব্যাগ, চামড়ার আসন রয়েছে।

চলুন দেখে নেওয়া যাক বেস কিছু টয়োটা গাড়ির দাম কত। আপনাদের সুবিধার্থে একটি মূল্য তালিকা তৈরি করা হয়েছে নিচে।

Toyota Price in Bangladesh 2024

বাংলাদেশের জনপ্রিয় টয়োটা গাড়ির মূল্য তালিকা January, 2024

টয়োটা গাড়ি মডেল                বাংলাদেশে দাম

  • Toyota Prius 2015 Hybrid Price in Bangladesh -  ৳ 2,325,000
  • Toyota Axio 2010 Model Price in Bangladesh -  ৳ 1,285,000
  • Toyota Axio X 2011 Silver Color Price in Bangladesh -  ৳ 1,350,000
  • Toyota Aqua 2013  -  ৳ 1,300,000
  • Toyota Corolla Cross Z Pearl 2021-  ৳ ৫,৮০০,০০০
  • Toyota Prius S 2017 Pearl Car -  ৳ ২,৬৮০,০০০
  • Toyota C-HR 2017 Dual Tone -  ৳ ৩,১৪০,০০০
  • Toyota Axio X Non Hybrid Octane 2017 -  ৳ ২,২৭০,০০০
  • Toyota Prius Alpha Mica Blue 2017 -  ৳ ৩,২৪০,০০০
  • Toyota Esquire Gi Premium 2017 Pearl -  ৳ ৩,৫৫০,০০০
  • Toyota Premio F Package 2017 -  ৳ ৩,৩০০,০০০
  • Toyota Premio FL 2019 -  ৳ ৩,৭৬০,০০০
  • Toyota Axio X 2017 Non-Hybrid Silver Car -  ৳ ২,২৫০,০০০
  • Toyota Fielder X Hybrid 2017 -  ৳ ২,০০০,০০০
  • Toyota Prius 2015 Price in Bangladesh -  ৳ 2,485,000
  • Toyota Allion A15 2008 Price in Bangladesh -  ৳ 1,645,000 

টয়োটা গাড়ির দাম কত ২০২৪ এবং এর পুরো তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি টয়োটা গাড়ি গুলো কিনতে চান তাহলে নিতে পারবেন। (toyota chr)

টয়োটা গাড়ি গুলো কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন। (toyota chr price in bd)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url