স্যামসাং টিভির দাম কত ২০২৪ - অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি - BazarMullo

স্যামসাং টিভির দাম কত ২০২৪ - অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি। স্যামসাং এর টিভি গুলোর বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে। এরমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে, অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি টিভি। স্যামসাং টিভির দাম কত ২০২৪ এবং ডিটেলস আলোচনার চেষ্টা করব এই পোস্টে। Samsung TV Price in Bangladesh 2024 

স্যামসাং টিভির দাম কত ২০২৩ - অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি - BazarMullo

স্যামসাং টিভির দাম কত ২০২৪ এবং কিছু বিস্তারিত আলোচনা করা যাক স্যামসাং টিভির ওপর।

১২০০০ থেকে ৪ লাখ পর্যন্ত, এমনকি এর বেশি দামেরও টিভি রয়েছে স্যামসাং ব্র্যান্ডের। কোয়ালিটি এবং টিভির ধরন অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। স্যামসাং এর রয়েছে বেশকিছু ক্যাটাগরি যেমন, অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি, এই ক্যাটাগরি অনুযায়ী দাম বিবেচনা করা হয়। 

তবে ২০ থেকে ৫০ হাজারের মধ্যে স্যামসাং ব্র্যান্ডের একটি ভালো মানের টিভি পাওয়া যাবে।

স্যামসাং একটি ব্র্যান্ড। স্যামসাং এর টিভি গুলোর কোয়ালিটি অনেক ভাল হয়ে থাকে। স্যামসাং টিভি গুলোর দাম সাধারণত একটু বেশি। তবে বর্তমান সময়ে অনেক কম দামে ভালো মানের টিভি পাওয়া যাচ্ছে স্যামসাং ব্র্যান্ডের।

স্যামসাং একটি ইন্টারন্যাশনাল ব্যান্ড, এর প্রডাক্ট অনেক দেশে জনপ্রিয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, স্যামসাং বাংলাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। স্যামসাং এর টিভিগুলোর কোয়ালিটি ভালো হওয়ায় এবং সার্ভিস ভালো পাওয়ায়, বাংলাদেশের মানুষের বেশ চাহিদা রয়েছে স্যামসাং টিভির উপর। 

স্যামসাং টিভির মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি এগুলো বেশ জনপ্রিয় ক্যাটাগরি। এই ক্যাটাগরি টিভিগুলোর বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে। স্যামসাং টিভিগুলোতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া পাওয়া যায়।

স্যামসাং টিভি গুলোর কালার কোয়ালিটি, পিকচার, ডিসপ্লে, অনেক ভালো। এর পার্টসগুলো লং টাইম সার্ভিস দিয়ে থাকে। স্যামসাং টিভিতে আপডেট ফিউচার যুক্ত করা হয়ে থাকে, যেটি আধুনিক সময়ে অনেক প্রয়োজনীয়।

স্যামসাং ব্র্যান্ড গ্রাহকদের অনেক সুবিধা দিয়ে থাকে। গ্যারান্টি-ওয়ারেন্টির সুবিধা পাওয়া যায় স্যামসাং ব্র্যান্ডের টিভি গুলোতে। এ কারণে গ্রাহকদের বেশ চাহিদা রয়েছে স্যামসাং টিভির প্রতি।

  • স্যামসাং ক্রেতাদের মাঝে বেশ কিছু প্রশ্ন রয়েছে, চলুন প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক। 

স্যামসাং টিভির সৌন্দর্যঃ

স্যামসাং টিভি গুলো দেখতে অনেক সুন্দর, কারণ এর কালার গুলো ম্যাচিং করে দেওয়া হয়। স্যামসাং টিভি অনেক স্লিম হাওয়াই আরো দেখতে আকর্ষনীয় হয়ে ওঠে। এর ওজন হালকা থাকায় ক্যারি করার সুবিধা। 

স্যামসাং স্মার্ট টিভির দাম কত? 

আধুনিক সময়ে স্মার্ট টিভির উপর সকলের চাহিদা রয়েছে। স্যামসাং ব্র্যান্ডের বেশকিছু ইস্মার্ট টিভি পাওয়া যায়। ২০ হাজার থেকে, ৩০ হাজারের মধ্যে ভালো স্মার্ট টিভি পাওয়া যাবে।

ইস্মার্ট টিভি গুলোর সুবিধাঃ

স্মার্ট টিভিতে ওয়াইফাই ব্যবহার করা যায়, গেম খেলা যায়, ইন্টারনেট থেকে সিনেমা-নাটক গান দেখা যায, ওয়েবব্রাওজিং করা যায়। স্যামসাং স্মার্ট টিভি গুলোতে ভয়েস কন্ট্রোল সহ আরো বেশ কিছু সুবিধা পাওয়া যায়।

স্যামসাং এন্ড্রোইড টিভির দাম কত? 

স্যামসাং এন্ড্রোইড টিভি গুলোর ডিসপ্লে বা স্কিন বড় হওয়ায় টিভি দেখতে অনেক ভালো লাগে। বাংলাদেশ ৪০ হাজার, থেকে ৫০ হাজারের মধ্যে একটি ভালো মানের স্যামসাং ব্র্যান্ডের এন্ড্রয়েড টিভি পাওয়া যাবে। তবে এর থেকে আরও বেশি দামের রয়েছে। এন্ড্রয়েড টিভি বেশ উন্নত মানের হয়ে থাকে । এন্ড্রয়েড টিভিতে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করার সুবিধা রয়েছে। 

স্যামসাং এর 8k, 4k, 2k টিভিগুলো কিরকম? 

স্যামসাং টিভি গুলো কয়েক ধরন রেজুলেশনের পাওয়া যায়। রেজুলেশন যত হাই হবে ছবির কোয়ালিটি তত ভালো হবে। 8k রেজুলেশনের টিভিগুলো হাই রেঞ্জের। আপনি যদি চান কোন মিডিয়াম কোয়ালিটির টিভি কিনতে তবে 4k অনেক ভালো হবে। তবে 2k রেজুলেশনের টিভি গুলো অনেক ভালো পিকচার কোয়ালিটি দিয়ে থাকে।

স্যামসাং টিভির র‍্যাম-স্টোরেজঃ

স্যামসাং টিভি গুলোর কোয়ালিটি অনুযায়ী র‍্যাম-রোম অনেক ভালো দিয়ে থাকে। 2GB থেকে 8GB জিবি পর্যন্ত র‍্যামের টিভি পাওয়া যায়। তাই এই টিভিগুলোতে সিনেমা, ছবি, নাটক দেখার পাশাপাশি গেম খেলা যায়।

স্যামসাং টিভির ডিসপ্লে গুলো কেমন?

টিভি গুলোতে সাধারণত দুই ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়। এলইডি ডিসপ্লে  এবং ওলেড ডিসপ্লে। এই দুটি ডিসপ্লে তার নিজ কাদের জন্য অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ। এলইডি টেলিভিশনে ব্যাকলিট প্রযুক্তি ব্যবহার হয় যা ছবি তৈরি করতে সব ক্রিস্টেলকে একটি প্যানেল হিসেবে ব্যবহার করে।

অন্যদিকে ওলেড টিভি প্রতিটি পিক্সেলকে আলাদা ভাবে লাইট আপ করে একসাথে ছবি বা ভিডিও তৈরি করে। এই দুটি ডিসপ্লেতে প্রযুক্তিগত পার্থক্য থাকলেও টিভি দেখার সময় কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না। দুটি ডিসপ্লে অনেক ভালো পারফর্ম করে।

তবে মনে রাখতে হবে এলইডি টিভির দাম বা এলইডি ডিসপ্লের তুলনায়, স্যামসাং ওএলইডির দাম অনেক বেশি। এলইডি টিভি গুলো সাধারণত ১০ হাজার টাকায় পাওয়া যায়।

স্যামসাং টিভির কাস্টমার সার্ভিস কেমন? 

স্যামসাঙ ব্র্যান্ড বাংলাদেশের  কাস্টমারদের জন্য অনেক ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে।  ওয়ারেন্টি গ্যারান্টি সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায় এই ব্র্যান্ডের থেকে।  দুই বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকে এই ব্যান্ডটি। 

ওয়ারেন্টিতে পাঠানো টিভি গুলো অনেক যত্নসহকারে ভালো করে কাস্টমারের হাতে পৌঁছে দেয় স্যামসাং ব্র্যান্ড। 

  • স্যামসাং অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি কিছু  টিভির দাম এবং ডিটেলস

স্যামসাং টিভির দাম কত ২০২৪ - Samsung AU8000 75" Crystal UHD Smart TV Price in Bangladesh

স্যামসাং-টিভির-দাম-কত-২০২৩-samsung-au8000-75-crystal-uhd-smart-tv-price-in-bangladesh

এই টিভিতে আলোর মাত্রা প্রসারিত করার জন্য শক্তিশালী একটি প্রসেসর দেওয়া হয়েছে। এটির ডিজাইন অনেক সুন্দর। রিফ্রেশ রেট 60 Hz রয়েছে। টিভিটিতে USB / HDMI / Wi-Fi / Bluetooth V4.0 সংযোগ রয়েছে।
  • মূল্য :- ৳ 159,900
  • পর্দার আকার :- 75''
  • রেজল্যুশন :- 4K
  • ব্র্যান্ড :- Samsung

স্যামসাং টিভির দাম কত ২০২৪ - Samsung Q65B 65" UHD LED Smart TV Price in Bangladesh

স্যামসাং-টিভির-দাম-কত-২০২৩

টিভি টির অপারেটিং সিস্টেম টিজেন। এই টিভিতে 2D ব্যবহার করা হয়েছে। রিফ্রেশ রেট 60 Hz রয়েছে। 20W সাউন্ড আউটপুট (RMS) ভয়েস কন্ট্রোল রিমোট দেওয়া হয়েছে এটিতে।
  • মূল্য :- ৳ 130,000
  • পর্দার আকার :- 65"
  • রেজল্যুশন :- 3840 x 2160p
  • ব্র্যান্ড :- Samsung

স্যামসাং টিভির দাম কত ২০২৪ - Samsung Q70B 65" QLED 4K Smart TV Price in Bangladesh

স্যামসাং টিভির দাম কত ২০২৩ - Samsung Q70B 65" QLED 4K Smart TV Price in Bangladesh

এটি একটি টিজেন টিভি। এই টিভিতে 2D ব্যবহার করা হয়েছে। রিফ্রেশ রেট 60Hz রয়েছে। ভয়েস কন্ট্রোল রিমোট দেওয়া হয়েছে এটিতে। USB / HDMI / WIFI / LAN / BT5.2 সংযোগ হয়েছে। 
  • মূল্য :- ৳ 127,499
  • পর্দার আকার :- 65"
  • রেজল্যুশন :- 4K
  • ব্র্যান্ড :- Samsung

Samsung Q800T 75" QLED 8K UHD HDR Smart TV স্যামসাং টিভির দাম কত ২০২৪

স্যামসাং টিভির দাম কত ২০২৩ - অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি - BazarMullo

এটি একটি টিজেন টিভি। টিভিটির ফ্রেম অনেক সুন্দর। রিফ্রেশ রেট 240Hz রয়েছে। ভয়েস কন্ট্রোল রিমোট দেওয়া হয়েছে এটিতে। 2 x USB, 4 x HDMI, WI-FI সংযোগ হয়েছে। 8K কোয়ান্টাম প্রসেসর।
  • মূল্য :- ৳ 315,000
  • পর্দার আকার :- 75"
  • রেজল্যুশন :- 8K, 7680 x 4320p
  • ব্র্যান্ড :- Samsung

Samsung Q65A 43" QLED UHD 4K HDR Smart TV - স্যামসাং টিভির দাম কত ২০২৪

স্যামসাং টিভির দাম কত ২০২৩ - অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি - BazarMullo

এটি একটি টিজেন টিভি।ডুয়াল এলইডি ব্যাকলাইট আছে। য়েস কন্ট্রোল রিমোট দেওয়া হয়েছে এটিতে। ব্লুটুথ V4.2 / 2 x USB, 3 x HDMI / LAN সংযোগ রয়েছে।
  • মূল্য :- ৳ 50,600
  • পর্দার আকার :- 43 inch
  • রেজল্যুশন :- 4K
  • ব্র্যান্ড :- Samsung

স্যামসাং টিভির দাম কত ২০২৪ - Samsung T5400 43" Full HD Smart TV

স্যামসাং টিভির দাম কত ২০২৩

এটি একটি টিজেন টিভি। রিফ্রেশ রেট 50Hz রয়েছে। 1 x USB / 2 x HDMI / ইথারনেট (LAN) সংযোগ রয়েছে। আরো রয়েছে গেম মোড ওয়েব ব্রাউজার। টিভি টির কালার এবং ডিজাইন অনেক সুন্দর।
  • মূল্য :- ৳ 36,500
  • পর্দার আকার :- 43" Display
  • ব্র্যান্ড :- Samsung

স্যামসাং টিভির দাম কত ২০২৪ - Samsung N4010 32" HD LED TV Price in Bangladesh 2024

স্যামসাং টিভির দাম কত ২০২৩ - অ্যান্ড্রয়েড, স্মার্ট, এলইডি - BazarMullo

এই টিভিতে একটি ডিজিটাল ক্লিন ভিউ 32 ইঞ্চি এলইডি স্ক্রিন আছে। ডিসপ্লের রেজোলিউশন 1366 x 768p। রিফ্রেশ রেট 60 Hz রয়েছে। 1 x USB / 2 x HDMI সংযোগ রয়েছে। সাউন্ড 10-ওয়াট স্পিকার আউটপুট, মোবাইল হাই-ডেফিনিশন লিঙ্ক, অ্যানালগ অডিও ইনপুট রয়েছে।
  • মূল্য :- ৳ 15,490
  • পর্দার আকার :- 32 Inch
  • রেজল্যুশন :- 4K
  • ব্র্যান্ড :- Samsung

Samsung BU8000 43" Crystal 4K UHD Smart TV - স্যামসাং টিভির দাম কত ২০২৪

এটি একটি এন্ড্রয়েড টিভি। এই টিভিতে 2D ব্যবহার করা হয়েছে। রিফ্রেশ রেট 50Hz রয়েছে। ভয়েস কন্ট্রোল রিমোট দেওয়া হয়েছে এটিতে।
  • মূল্য :- ৳ 130,000
  • পর্দার আকার :- 43"
  • রেজল্যুশন :- 4K
  • ব্র্যান্ড :- Samsung

আরো কিছু স্যামসাং টিভি মূল্য তালিকা ২০২৪

স্যামসাং টিভির মডেল এবং বাংলাদেশের দাম

  • Samsung T4400 32" Ultra Pix & HDR TV - ৳ 22,000
  • Samsung T4010 32-inch HD TV Price in Bangladesh - ৳ 15,000
  • Samsung BU8000 43" Crystal 4K UHD Smart - ৳ 57,000
  • Samsung AU8100 50" Crystal UHD 4K Smart - ৳ 62,000
  • Samsung AU7700 43" Crystal UHD 4K Smart - ৳ 41,500
  • Samsung AU8000 55'' Class Crystal UHD 4K Smart - ৳ 66,000
  • Samsung UA43T5700AR 43" Voice Control Smart TV - ৳ 39,000
  • Samsung T5500 43" Voice Control LED Smart TV - ৳ 39,000
  • Samsung UA32T4700AK 32" LED HD Ready TV - ৳ 28,000
  • Samsung NU7100 Series 7 55" 4K UHD LED HDR Wi-Fi Smart - ৳ 58,000
  • Samsung Class Q60B 55" QLED 4K Smart TV - ৳ 79,000
  • Samsung BU8100 65" Crystal UHD Television - ৳ 88,000
  • Samsung Q900 55" UHD QLED 8K Smart TV - ৳ 275,000
  • Samsung BU8100 85" Crystal UHD 4K Smart TV - ৳ 288,000
  • Samsung QN95B 75" Neo QLED 4K HDR Smart TV - ৳ 470,000
  • Samsung QN85B 55″ Neo QLED 4K Smart TV - ৳ 158,000

স্যামসাং টিভির দাম কত ২০২৪ এবং এর পুরো তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি স্যামসাং টিভির গুলো কিনতে চান তাহলে নিতে পারবেন।

স্যামসাং টিভির গুলো কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url